নিজের জন্য কবর খুঁড়েছেন সাবেক মেম্বার

বরিশালে বড় ভাইয়ের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ তুলে কবর খুঁড়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন ডব্লিউ তালুকদার নামে সাবেক এক ইউপি সদস্য (মেম্বার)। একইসঙ্গে স্ত্রী ও তিন ছেলেমেয়ের জন্য আরও চারটি কবর খোঁড়ার হুমকি দিয়েছেন তিনি।

ডব্লিউ তালুকদার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুগুটিয়া গ্রামের মৃত তোতা তালুকদারের ছেলে এবং রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। শুক্রবার মধ্যরাত থেকে কবর খোঁড়া শুরু করে শনিবার (১৯ নভেম্বর) সকালে শেষ করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত ওই কবরের পাশে বসেছিলেন তিনি।

ডব্লিউ তালুকদারের দাবি, ‘পরিবারসহ এক বছর আগে ঢাকায় বেড়াতে গেলে আমার পাকা বাড়ি দখল করে নেন বড় ভাই বাহালুল তালুকদার তারেক। এখন পরিবার নিয়ে আমার বাড়িতে বসবাস করছেন। আমার বাড়ি ফিরে পাওয়ার জন্য বিভিন্ন লোকজনের কাছে ধরনা দিয়েও সহায়তা পাইনি। এখন বিভিন্নজনের বাড়িতে স্ত্রী-সন্তান থাকছি। বাড়ির মালিকানার সমাধান না পেলে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যার জন্য কবর খুঁড়ছি।’

এ বিষয়ে জানতে বড় ভাই বাহালুল তালুকদার তারেকের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। তবে বাহালুল তালুকদারের স্ত্রী আয়েশা সিদ্দিকী বলেন, ‘২৬ লাখ টাকায় ওই পাকা বাড়ি ডব্লিউ তালুকদারের কাছ থেকে কিনেছি আমরা। এক বছর ধরে সেখানে বসবাস করছি। হঠাৎ টাকা চেয়ে না পেয়ে ডব্লিউ তালুকদার কবর খুঁড়ে নাটক শুরু করেছেন। এতে আমরা আতঙ্কে আছি। ভয়ে আমার ছেলে স্কুলে যেতে পারছে না। নিরাপত্তার অভাবে ছেলেকে নিয়ে গেট বন্ধ করে বাড়িতে আছি আমরা।’

প্রতিবেশীরা জানিয়েছেন, ডব্লিউ তালুকদার ১০ বছর আগে 
পৈতৃক জায়গায় একতলা পাকা বাড়ি নির্মাণের কাজে হাত দেন। নির্মাণ শুরুর কিছুদিন পর ধারদেনার কারণে পাকা বাড়ি ভাই তারেকের কাছে বিক্রি করে দেন। তারেক ওই বাড়ি বসবাসের উপযোগী করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি বাড়ির মালিকানা দাবি করে ডব্লিউ তালুকদার ভাইয়ের কাছে টাকা চান। দাবিকৃত টাকা না পেয়ে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে কবর খুঁড়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন।

রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, ‘ডব্লিউ তালুকদার আমার পরিষদের সাবেক মেম্বার। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এলাকার অনেকে পছন্দ করে না। এখন কবর খুঁড়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। আমি ফোন করে কবর খুঁড়তে নিষেধ করেছি। কিন্তু শোনেননি।’

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ডব্লিউ তালুকদারের লিখিত অভিযোগ পেয়েছি। কবর খোঁড়ার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’