গরু পুড়তে দেখে মালিকের মৃত্যু

বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা গ্রামে দুটি গরুর গায়ে আগুন দেখে মালিক জসিম বেপারী (৪৫) স্ট্রোক করে গোয়াল ঘরেই মারা গেছেন। তিনি ওই গ্রামের জয়নাল বেপারীর ছেলে এবং পেশায় রঙমিস্ত্রি।

চরকালেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ সরদার বলেন, মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে জসিমের ঘরে রাখা পাট থেকে আগুনের সূত্রপাত হয়। ওই আগুন বসতঘর থেকে শুরু করে গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। গরু বাঁচাতে জসিম দৌড়ে সেখানে যান। এ সময় দুটি গরুর গায়ে আগুন জ্বলছিল। তা দেখে সে গোয়াল ঘরেই জ্ঞান হারান। তার নাক-মুখ থেকে রক্ত বের হতে থাকে। এরপর পল্লী চিকিৎসক এলে তিনি জানান, মারা গেছেন।

চেয়ারম্যান আরও বলেন, পল্লী চিকিৎসকের সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকও খবর দেওয়া হয়। ওই গোয়াল ঘরে পাঁচটি গরু ছিল। দুটি গরু আগুনে আক্রান্ত হয়। তবে গরু দুটির চিকিৎসা চলছে।

জসিমের মৃত্যুর বিষয়ে কারও কোনও অভিযোগ না থাকায় থানা থেকে পুলিশ এসে লাশ দাফনের নির্দেশ দিয়েছে। পারিবারিক গোরস্থানে জসিমের দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান।