সদস্যদের অনাস্থায় পদ হারালেন ইউপি চেয়ারম্যান

অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ও ইউনিয়ন পরিষদের সদস্যদের অনাস্থায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারি)  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখলী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালী সদর উপজেলার ২ নম্বর বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা, ইউপি সচিবকে কার্যক্রম করতে না দেওয়াসহ নানা অভিযোগ তদন্তে সত্যতা মিলেছে। ইউনিয়ন পরিষদের ১১ সদস্যের অনাস্থা প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।

পরে পটুয়াখালী জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠায়। প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয়। 

জনস্বার্থে ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি শূন্য ঘোষণা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গেজেটসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে তানজিন নাহার সোনিয়ার মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি। 

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।