৩ গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো দুই ভাইয়ের

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কেন্দ্রের সামনে তিন গাড়ির সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। নিহত দুজনই মোটরসাইকেলে ছিলেন। সোমবার (৩ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেরদৌস (৩৫) ও কবির চৌকিদার (৬৫)। ফেরদৌস পটুয়াখালীর গলাচিপার চানমারি সড়কের লাল মিয়ার ছেলে ও কবির রাঙাবালী উপজেলার আমলিবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল কুদ্দুস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আজ বিকালে বরিশাল থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিলেন দুই চাচাতো ভাই। তাদের পাশাপাশি একটি পিকআপও পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল।

তিনি আরও জানান, এ সময় বিপরীতগামী পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন পিকআপটি ঘুরে গিয়ে চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহী কবির ঘটনাস্থলে নিহত হন এবং ফেরদৌসকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাকেরগঞ্জ থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। পিকআপের চালক বা হেলপারকেও পাওয়া যায়নি। নিহত আহত উভয়কে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসও মারা যান। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। কাভার্ডভ্যানটির খোঁজ চলছে।