‘গরিবের দুবাই’সহ ভোলার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়

ভোলায় বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। মেঘনা তীরবর্তী শিবপুর গরিবের দুবাই, ইলিশার ইলিশ বাড়ি ও তুলাতুলীর শাহবাজপুর পর্যটন কেন্দ্রগুলোতে ঈদ আনন্দ উদযাপনে মানুষের  ভিড় জমেছে।

ভোলা১

একেতো ঈদের ছুটি তারপর আবার শুক্র ও শনিবার বলে কথা। সবমিলিয়ে পরিবার, পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে এই দুদিন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন বিনোদনপ্রেমীরা। 

তুলাতুলী বিনোদন কেন্দ্রে আসা রুবেল মিতু দম্পতি বলেন, পরিবারের হাজারো দুঃখ, কষ্ট ও নানামুখী ঝামেলা অন্তত কিছুটা সময় ভুলে থাকতে এখানে এসেছি। এখানে এসে মন ভরে গেছে। অনেক উপভোগ করেছি।

ভোলা৩

ইলিশার সোহাগ রেশমা দম্পতি বলেন, ঈদ কতটা আনন্দের তা বলে বোঝাতে পারবো না। এখানে এসে প্রায় তিন ঘণ্টা অনেক ঘোরাঘুরি করেছি এবং ছেলে-মেয়েরা অনেক আনন্দ পেয়েছে। আবহাওয়া তেমন ভালো না, যদিও বৃষ্টিতে ভিজেছি। এখানে এসে সত্যি অনেক মজা করেছি।

ভোলা৪

ভোলা মডেল থানার ওসি শাহিন ফকির জানান, ঈদ আনন্দ উদযাপনে আসা মানুষের নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।