৯৯৯-এ কল দিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছেন চৌকিদার

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ করেছে সদর মডেল থানা পুলিশ। একইসঙ্গে মেয়েকে প্রাপ্তবয়স না হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে বাবা ও মায়ের কাছ থেকে মুচলেকা নিয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

থানার ওসি মো. শাহীন ফকির জানান, স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোরীর বিয়ের আয়োজন করে পরিবার। পরে স্থানীয় এক চৌকিদার ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি পুলিশকে জানালে এসআই নোমান ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। মেয়ের বাবা ও মা পুলিশকে মুচলেকা দিয়েছেন।

মেয়ের বাবা বলেন, পুলিশ আমাদেরকে বলেছে, বাল্যবিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। সে জন্য আমি পুলিশকে মুচলেকা দিয়েছি আমার মেয়ের বয়স প্রাপ্ত না হলে আমি বিয়ে দেবো না। শে পড়াশোনা করবে।