বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

গেলো ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে রবিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালটিতে মৃত্যুবরণ করেন ৬১ জন। বরিশাল বিভাগে মৃত্যুবরণ করেন ৯১ জন।

বর্তমানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩০১ জন। এর মধ্যে গেলো ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭৭ জন।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাবুগঞ্জের রিনা বেগম, বরগুনার বেতাগীর জলিল ও পিরোজপুরের নেছারাবাদের তানভির মৃত্যুবরণ করেছে।’

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে পিরোজপুর সদরের লাইজু বেগম ও ঝালকাঠি সদরের মনোয়ারা বেগম।

তিনি আরও জানান, গেলো ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪৭৭ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৭৭ জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৫৯ জন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৫৭ জন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ৪৮ জন, ভোলায় ৫৩ জন, পিরোজপুরে ৯৩, বরগুনায় ৬৭ ও ঝালকাঠিতে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘১ জানুয়ারি থেকে আজ (রবিবার) পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২২ হাজার ৩৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৫২ জন। এ সময়ের মধ্যে পুরো বিভাগে ৯১ জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেন।’