রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬ কোটি টাকার কয়লা পাচারের সময় আটক ৬

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য নেওয়ার পথে পাচারের সময় ছয় হাজার টন কয়লা উদ্ধার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পিরোজপুরের কচা নদীতে নোঙর করা অবস্থায় কার্গো জাহাজ থেকে কয়লাগুলো উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য ছয় কোটি ৬০ লাখ টাকা। এ সময় কয়লা পাচারে জড়িত ছয় জনকে আটক করা হয়। 

তারা হলেন পিরোজপুর সদরের গুয়াবাড়িয়া এলাকার মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার ও আব্দুর রশিদ শেখ, সোহেল ফকির, ফরিদপুরের বোয়ালমারীর কান্দাকুল এলাকার শাহাদাত হোসেন, ঝালকাঠির নলছিটি উপজেলার দেওপাশা এলাকার বেল্লাল গাজী, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালি এলাকার দবির উদ্দিন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। পুলিশ সুপার বলেন, ‘কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি বাই কুইন নামের কার্গো জাহাজটি কয়লা লোড করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাচ্ছিল। শনিবার রাত ১টার দিকে কয়লা পাচারের উদ্দেশ্যে পিরোজপুরের কচা নদীতে জাহাজটি নোঙর করা হয়। এ সময় অভিযান চালিয়ে নোঙর করা জাহাজ, কালোবাজারিতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বাল্কহেড ও পাচারে ব্যবহৃত সরঞ্জাম জব্দ উদ্ধার ডিবি পুলিশ। একই সঙ্গে পাচারে জড়িত ছয় জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করা হবে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।