‘আগের ভুলভ্রান্তি শুধরে উপজেলায় সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে’

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আগের ভুলভ্রান্তি শুধরে কীভাবে ভালো একটা উপজেলা নির্বাচন উপহার দেওয়া যায়, সেজন্য নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে সভা করছি আমরা। অতীতের চেয়ে সুন্দর নির্বাচন উপহার দেবেন বলে তারা আমাকে আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি, উপজেলাগুলোতে আরও সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।’

শনিবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমির সভাকক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

আগের নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন আরও ভালো হবে জানিয়ে আহসান হাবিব খান বলেন, ‘ভোটারের উপস্থিতি আগের চেয়ে বেশি হবে। এজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। অতীতের চেয়েও একমাত্রার বেশি সুন্দর নির্বাচন চাই। তার থেকে যেন নিচে না নামি, সেভাবে প্রশাসন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। তবে সবার সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়। আশা করবো, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কেউ কোনও ধরনের বাধা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে কারও প্রভাব বিস্তারের কোনও সুযোগ নেই। সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো, যাতে উপজেলা নির্বাচনে কোনও ধরনের প্রভাব বিস্তার না হয়। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং ‍উৎসবমুখর পরিবেশে। সংসদ নির্বাচনে ‍একটিও হত্যাকাণ্ড ঘটেনি। সামনেও চাই না।’

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল হাসান ও পুলিশ কমিশনার জাহিদুল কবির, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং বিভাগের ছয় জেলার নির্বাচন কর্মকর্তা। 

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।