ভোলায় মাদকসহ আটকের একদিন পর কারাগারে শফিউল আলম শফি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই হাজতির মারা গেছেন বলে জানান।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান মাহমুদ জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছি হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালের দিকে ভোলার গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আসাদুজ্জামান খানের নেতৃত্বে ডিবি সদস্যরা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাইলট বাজার এলাকা থেকে শফিউল আলম শফি ও বদিউল আলম বাদশাকে তিন কেজি গাঁজাসহ আটক করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভোলার আদালতে পাঠালে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এরপর সন্ধ্যার দিকে তাদের ভোলার কারাগারে নেওয়া হয়।
এ বিষয়ে জেল সুপার শওকত হোসেন জানান, সকালের দিকে শফিউল আলম শফি নামে হাজতির বুকে ব্যথা হলে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।