বরগুনায় ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু, নতুন আক্রান্ত ৮৪

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসিনা বেগম (৪৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগটিতে আক্রান্ত হয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা বেগমের মৃত্যু হয়। তিনি সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬৩ জন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২১ জন। এর মধ্যে, বেতাগী ২,বামনা ৮, তালতলী ২, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২২৪ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৬০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৮২ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে বরগুনায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৩২ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘দিন দিন ডেঙ্গুর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কবে নাগাদ এর নিয়ন্ত্রণ আসবে আল্লাহ ভালো জানেন। হাসপাতালে আইসিইউর ব্যবস্থা নেই। রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখলে আমাদের রেফার করতে হয়। এখন জনসাধারণকেই সচেতন হতে হবে, তা না হলে কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।’