একরাম হত্যা মামলা: স্ত্রীসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ

Ekram-Murderফেনীর আলোচিত ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় তার স্ত্রীসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের বিচারক ফেনী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে তারা এ সাক্ষ্য দেন।
দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একরাম হত্যা মামলার ৪০ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতে নিহত একরামের স্ত্রী তাসনীম আক্তার ছাড়াও আবুল বাসার, মো. ইউসুফ, একএম মহি উদ্দিন নামে ৩ ব্যক্তি আদালতে সাক্ষ্য দেন।
এর আগে ১২ এপ্রিল একই আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের বড় ভাই রেজাউল হক জসিম ও ৪ মে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার রাব্বি ও সোহেল।
ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহম্মদ জানান, মামলায় ৫৬ জন আসামির মধ্যে ৪৪ জন গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে জামিনে রয়েছে চারজন। বাকিদের ফেনী কারাগারে ৩৪ জন, কুমিল্লা কারাগারে ৬ জন রয়েছেন।পলাতক রয়েছেন ১২ আসামি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে বৃদ্ধা আহত

/এআর/