নোয়াখালীতে ছয় কেন্দ্রে ভোট স্থগিত





ইউপি নির্বাচন ২০১৬কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জালভোট, সহিংসতার মতো অভিযোগে ছয়টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। শনিবার জেলার সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে।
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট দুপুর সোয়া ১টার দিকে স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো. মোস্তাফিজ বিল্লাহ।
এর আগে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর নেয়াজপুর মোহাম্মদীয়া এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো. সালাউদ্দিন। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।
সদরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের শফিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বেলা সোয়া ১২টার স্থগিত ঘোষণা করেন প্রিজাইজিং অফিসার মো. শাসমুদ্দিন।
বেলা সাড়ে ১২টার দিকে একই ইউনিয়নের দারুস সুন্নাহ আরাবিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার কাজী নূরুল ইসলাম।
বেলা ১২টার দিকে কাদিরহানিফ ইউনিয়নে এম এ মোতালেব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো. মোফাজ্জল হোসেন। এর আগে একই ইউনিয়নের কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্র দখল, জোর করে ভোট দেওয়ার অভিযোগ ওঠায় প্রিজাইডিং অফিসার মো. সাইফুল্লাহ ভোট স্থগিত ঘোষণা করেন।

আরও পড়ুন- 

ফেনীতে ভোট কেন্দ্রে দুর্বৃত্তের হামলায় নিহত ১

/এফএস/