লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

বন্দুকযুদ্ধলক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিজাম হোসেন ওরফে নিজাম নামে এক জলদস্যু নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) ভোর রাতে রামগতি উপজেলার বিবিরহাটে এ ঘটনা ঘটে। নিহত নিজাম নোয়াখালীর জিয়ার চর এলাকার আব্দুস সালামের ছেলে।

ঘটনাস্থল থেকে ১টি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ২টি ছোরা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজামকে শুক্রবার রাতে রামগতির দ্বীপ বয়ারচর থেকে গ্রেফতার করা হয়। পরে ভোরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে জলদস্যু নিজামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ ও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে নিজামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে আছে।

এএসপি (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ জানান, জলদস্যু নিজামের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ  হত্যা, ৪টি মামলা রয়েছে।

আরও পড়ুন- 


৩৩ মিনিটের অভ্যর্থনা, ৬ ঘণ্টার যানজট!

/এফএস/