চবি থেকে ছাত্রলীগের ছয় কর্মীকে বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয় শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে বিভিন্ন মেয়াদের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। বহিষ্কৃত সবাই চবি শাখা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের নিয়াজ আবেদিন পাঠান, অর্থনীতি বিভাগের মো. লোকমান (২০১৪-১৫), সাংবাদিকতা বিভাগের আবদুল্লাহ আল কায়সার (২০১২-১৩), চারুকলা বিভাগের আনোয়ার হোসেন ও দিপ্র বণিক এবং লোকপ্রশাসন বিভাগের আহমেদ আলী (২০১৩-১৪)।

সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন জানান, ছয়জনের মধ্যে তিনজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একজনকে করা হয়েছে এক বছরের জন্য। আর বাকি দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ছয় মাসের জন্য।

/এআরএল/

আরও পড়ুন: 

পাসপোর্ট-ভিসা ছাড়াই বৈধপথে যাওয়া যাবে ভারতে