বিজিবির ভ্যানের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়াআখাউড়া নূরপুর ব্রিজের সামনে বর্ডার গার্ড অব বাংলাদেশেরে (বিজিবি) খাবারবাহী পিক আপ ভ্যানের ধাক্কায় আহত ইজিবাইক যাত্রী আলফু মিয়া (৬৫) মারা গেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আলফু মিয়ার বাড়ি আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মরহুম ইদন মেম্বারের ছেলে।
এলাকাবাসী ও বিবিজি সূত্রে জানায়, গত ১৭ই অক্টোবর সোমবার সকাল ১১ টার দিকে ঢাকা-আগরতলা মহাড়কের আখাউড়া নূরপুর ব্রিজের সামনে বিজিবির খাবারবাহী গাড়ির ধাক্কায় চালকসহ সাত ইজিবাইক যাত্রী আহত হন।
আহতদের মধ্যে আলফু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।পরে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চারদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সকাল ৯টার দিকে তার মৃত্যুহয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নের মো. শাহ্ আলী জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। যারা আহত আছেন তাদের ব্যাপারেও বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।

/এআর/