নোয়াখালী পৌরসভার সাজাপ্রাপ্ত কাউন্সিলর গ্রেফতার

নোয়াখালীচেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নুর নবী সোহাগকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। রবিবার সকালে তাকে জেলা শহরের ফকিরপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুরের নুরুজ্জামানের ছেলে।
নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ২০০৫ সালের ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ৪র্থ-এর আদালতে দায়েরকৃত একটি চেক প্রতারণা মামলায় সোহাগের ৩ মাসের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালত গত বছরের ২০ জানুয়ারি নুর নবী সোহাগকে ১৮৮১ এর ৩৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। রবিবার তাকে সুধারাম থানা পুলিশ গ্রেফতার করে নোয়াখালীর আদালতে সোপর্দ করলে নুর নবী পক্ষের আইনজীবী জামিন আবেদন করে। পরে সদর আদালতের  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  
ওসি আরও জানান, একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সোহাগকে গ্রেফতার করার জন্য ঢাকা মহানগর আদালত থেকে সুধারাম থানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়। গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী পুলিশ আদেশ পালন করেছে।

/এআর/