পরিবহন সংকট কাটলে আরও দক্ষ হবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালপরিবহন সংকট কাটলে পুলিশ বাহিনী আরও দক্ষ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার জেলার কুমিরায় সীতাকুণ্ড পুলিশকে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত একটি ডাবল-কেবিন পিকআপ গাড়ি উপহার দেয়। এ উপলক্ষে টেলিফোনে দেওয়া এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীতে গাড়ি একটি প্রধান সমস্যা। জিপিএইচ ইস্পাত পুলিশ বাহিনীকে একটি গাড়ি উপহার দিলো। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। পুলিশ বাহিনীর গাড়ি সংকটের নিরসন হলে বাহিনী আরও দক্ষ হয়ে উঠবে।’

পুলিশ বাহিনীর পরিবহন সংকট কাটাতে এমন ইতিবাচক উদ্যোগ নিতে দেশের বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে পৃথিবীর নানা দেশের নাগরিকরা বিভিন্ন পদে সরকারি-বেসরকারি কাজে নিযুক্ত রয়েছেন। এ ধরনের গাড়ি দেওয়া হলে তাদের নিরাপত্তা বিধানসহ আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশ আরও বেশি তৎপর হতে পারবে।’

ডিআইজি আরও বলেন, ‘একটি গাড়ি দিয়ে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়া সম্ভব।’

আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) নুর-ই-আলম মিনা। তিনি বলেন, ‘পুলিশ জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না দুটি কারণে। একটি পরিবহন সংকট, অপরটি জনবল সংকট। পরিবহন সংকট নিরসনে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে ভালো হবে।

অনুষ্ঠানে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ বাহিনীকে এ গাড়িটি উপহার দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শনিবার ঢাকার দক্ষিণখানে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের কারণে চট্টগ্রামে আসতে পারেননি তিনি। এ জন্যে মন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে টেলিফোনেই তার বক্তব্য রাখেন।

/এইচকে/