চট্টগ্রাম বন্দরে ঘাট শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

লাইটার জাহাজসরকারি গেজেট অনুয়ায়ী বেতন-ভাতা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ঘাটের লাইটার জাহাজ শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। মঙ্গলবার দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিবালয়ে বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী এম মজিবুল হক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা জাহাজ মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করছেন। আজই এর সমাধান হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বিষয়টি মনিটরিং করছি।’
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বৈঠক হয়েছে। জানুয়ারির বেতন শ্রমিকদের গেজেট অনুয়ায়ী দেওয়া হবে। পাশাপাশি জুলাই ২০১৬ থেকে যে পাওনা হয়েছে তাও পরিশোধ করা হবে।’
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুব রশীদ খান বলেন, দুপুর থেকেই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। ফলে ঘাটের কার্যক্রম শুরু হয়েছে। এখনও বর্হিনোঙরে প্রায় ৩০টি মাদার ভ্যাসেল খালাসের অপেক্ষার আছে।’

প্রসঙ্গত, গত শনিবার থেকে লাইটার জাহাজ শ্রমিকদের একাংশ এই কর্মবিরতি শুরু করেছিলো। সরকারি গেজেট অনুযায়ী বর্ধিত হারে বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতিতে গিয়েছিলেন শ্রমিকরা।

/এমও/