শাহ আমানতে যাত্রীর কাছ থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহ আমানত বিমানবন্দরচট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর পাকস্থলী ও লাগেজ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার সকাল ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে আসা আনোয়ার হোসাইন (২৬) নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক তারেক মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানবন্দরে ওই যাত্রীর লাগেজ তল্লাশির সময় সেখানে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। তারপর তাকে আরও জিজ্ঞাসাবদ করা হলে পেটে স্বর্ণ রাখার কথা স্বীকার করে সে। পরে ওষুধের মাধ্যমে পেট থেকে ১৫টি স্বর্ণবার বের করা হয়।’
এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা মোট ১৯ টি স্বর্ণের বারের ওজন প্রায় দুই কেজি। এর দাম প্রায় ১ কোটি টাকা। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/এমও/