অবশেষে ফেনী মডেল থানার ভেঙে দেওয়া ফলক পুনঃস্থাপন

feni 1অবশেষে ফেনী মডেল থানার প্রবেশদ্বারে লাগানো উদ্বোধনী ফলক ভেঙে দেওয়ার পর পুনঃস্থাপন করেছে ফেনী পৌরসভা। শুক্রবার থানার প্রধান ফটকে লাগানো উদ্বোধনী ফলকটি ভেঙে দেওয়ার তিন দিন পর পুনঃস্থাপন করা হয়। তবে এই ঘটনায় দায়ের করা মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ফেনী পৌর প্যানেল মেয়র স্বপন মিয়াজি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফলক তুলে ফেলার নিয়ে পুলিশ ও পৌরসভার মধ্যে যেন ভুল বুঝাবুঝি না থাকে, এ জন্য দ্রুত ফলক স্থাপন করা হয়েছে।’

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেনী পৌরসভা ফলকটি ভেঙে যে ভুল করেছে, তাতে তারা অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করেছে।’

প্রসঙ্গত, রবিবার (১৯ ফেব্রুয়ারি) ফেনী মডেল থানার নবনির্মিত প্রবেশদ্বার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক পিপিএম।এরপর ২১ ফেব্রয়ারি ফলকটি ভেঙে ফেলা হয়। এই ঘটনার পর সন্ধ্যায় পুলিশ সুপার রেজাউল হক পিপিএম থানায় এলে সিসিটিভি থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ থেকে ফলক ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ মঙ্গলবার কোনও মামলা দায়ের করেনি। পরদিন বুধবার (২২ ফেব্রুয়ারি) ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে পৌরসভার নয় পরিছন্নতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/এমডিপি/