'কুমিল্লার স্বার্থে নৌকায় ভোট দিন'

জনসংযোগ করছে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। তিনি বলেছেন, ‘নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। নৌকায় ভোট দিলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। মানুষের জীবনমান বাড়ে। বিশ্বের বুকে মর্যাদার আসনে স্থান পায়। এই নৌকা মার্কায় বিজয়ী হয়ে আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে যাচ্ছে। কুমিল্লা সিটি নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থী সীমাকে জয়ী করুন।’

কুমিল্লার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে শনিবার তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন অসীম কুমার উকিল, আফজাল হোসেন, শামসুন্নাহার চাপা, ডা. রোকেয়া, ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, কৃষক লীগের যুগ্ম সম্পাদক সমীর চন্দ চন্দ্র, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা।

এনামুল হক শামীম বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমা একজন পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের প্রার্থী। তিনি অতীতেও জনপ্রতিনিধি হিসেবে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সে কারণেই সীমাকে জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রার্থী করিয়েছেন।’

সিটি নির্বাচনের কেন্দ্রীয় সদস্য সচিব শামীম বলেন, ‘অতীতে কুমিল্লায় নেতাকর্মীদের মধ্যে বিরোধ থাকলেও এখন সে দূরত্ব নেই। সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়, তখন পৃথিবীর কোনও শক্তি নেই পরাজিত করতে পারে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। নৌকার বিজয় হবেই।’

সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে গণসংযোগকালে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী গড়তে নৌকায় ভোট দিন। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত কুমিল্লা গড়তে আপনাদের দোয়া ও ভোট চাই। অতীতেও আমি আপনাদের পাশে ছিলাম। আগামীতেও সেবা করতে চাই। এ জন্য আগামী ৩০ মার্চ সবাই ভোটকেন্দ্রে আসুন, নৌকা মার্কায় ভোট দিন।’

সীমার ভাই ডা. আজম খান নোমান জানান, সীমা এদিন বিষ্ণপুর, ভাটপাড়া, উনাইসার, ঋষিপট্টি এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

এপারে-ওপারে চলছে শুমারি: টানাপড়েনে রোহিঙ্গারা
ধলেশ্বরীর প্রাণ যায় যায়!