লক্ষ্মীপুরে দুই মামলায় ৫ জনের যাবজ্জীবন

Laxmipur 5 jabajjibon pic-02 20.03.2017লক্ষ্মীপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ ৪ জনের এবং একটি ধর্ষণ মামলায় অন্য ১ জনসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও  ১ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী। সোমবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে আদালত এ দুই মামলার রায় দেন বলে জানিয়েছেন জজ কোর্টের পিপি জসিম উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রায়পুর উপজেলার এনায়েতপুর গ্রামে শ্বশুর বাড়ির একটি বাগানে মো.রাব্বীর লাশ পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন ৯ সেপ্টেম্বর নিহতের বাবা নুরুল আমিন পাটোয়ারী বাদী হয়ে রাব্বীর স্ত্রী, শ্বশুর ও শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ গত ২৫ নভেম্বর আদালতে ওই মামলার চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেন।
এ মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জয়নাল আবদীন, জোৎসনা আক্তার, রেজিয়া বেগম ও মোহাম্মদ আলমঅন্যদিকে সদর উপজেলার পূর্ব বাঁঙ্গাখা ইউনিয়নে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের দায়ে টুটুল চন্দ্র দাস নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন একই আদালত।
আদালত সূত্রে জানা যায়, টুটুল ২০১৩ সালের ১৪ এপ্রিল সকালে সদর উপজেলার বাঁঙ্গাখা ইউনিয়নের শংকর চন্দ্র দাসের প্রতিবন্ধী মেয়েকে পুকুর পাড়ে একা পেয়ে ধর্ষণ করেন।
এ ঘটনার পর একই দিন বিকালে ভিকটিমের বাবা বাদী হয়ে  সদর থানায় টুটুল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন মনজুর আহমেদ তিতু ও অ্যাডভোকেট হারুনুর রশিদ।

/জেবি/

আরও পড়তে পারেন: মধুপুর বনে গাছ কাটতে বাধা দেওয়ায় প্রহরীদের ওপর হামলা, আহত ৬