নাফ নদীতে বিজিবির সঙ্গে গোলাগুলি, এক নারী নিহত

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত)কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনায় সন্দেহভাজন ইয়াবা পাচারকারীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলি হয়েছে। এতে এক নারী নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন চারজন। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি নৌকা আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোরে নাফ নদীতে এ ঘটনা ঘটে।
নিহতের হলেন- মিয়ানমারের মংডু শহরের কালু মিয়ার স্ত্রী জাহেদা খাতুন (৫০)। এছাড়া গুলিবিদ্ধরা হলেন- মিয়ানমারের মংডু শহরের মোহাম্মদ তৈয়ুবের স্ত্রী রশিদা খাতুন (২৫), মৃত আবু জাহেরের স্ত্রী মজুমা খাতুন (৪৯), মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ কাসেম (৭০), টেকনাফের শাহপরীর দ্বীপের আবদুল গফ্ফারের ছেলে মোহাম্মদ শফিক (২০)।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল রকিবুল হক বাংলা ট্রিবিউনকে জানান, নৌকায় করে ইয়াবা নিয়ে বাংলাদেশের প্রবেশের সময় বিজিবির টহল দলকে লক্ষ্য করে ইয়াবা পাচারকারীরা গুলি করে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এতে এক নারী নিহত হন। আহত হন ৪ জন। হতাহতরা টেকনাফ হাসপাতালে রয়েছে। এ সময় নৌকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। বিস্তারিত পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
/এআর/