টেকনাফে সাড়ে ৩৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Yaba picকক্সবাজারের টেকনাফে পানের বরজ থেকে ১২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কচুবনিয়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি’র টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জাহিদ জানান, মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে টেকনাফের কচুবনিয়া এলাকায় ইয়াবার চালান আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযানে যান। অভিযানে বিভিন্ন পয়েন্টে তল্লাশি শুরু করার এক পর্যায়ে কচুবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পানের বরজের বেড়ার পাশে খড় এবং লতাপাতা দিয়ে অভিনব কৌশলে লুকানো অবস্থায় চারটি বস্তা পাওয়া যায়। সেই বস্তায় মেলে ১২ লাখ ১০ হাজার ইয়াবা যার আনুমানিক মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

/বিএল/