চট্টগ্রাম বন্দরে নিজস্ব সতর্কতা অ্যালার্ট-৩ জারি

29-05-17-Potenga_Ctg-2ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় বন্দরে নিজস্ব সতর্কতা সংকেত অ্যালার্ট-৩ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর তারা এ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে।

বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাফর আলম বাংলা ট্রিবিউন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় বন্দরে নিজস্ব সর্তকর্তা সংকেত ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়েছে। সব ধরনের ভারি যন্ত্রপাতি এবং নিজস্ব জাহাজগুলোকে নিরাপদে রাখার কাজ শুরু হয়েছে। বন্দর জেটিতে থাকা পণ্যবাহী জাহাজগুলোকে বর্হিনোঙরে পাঠানো হয়েছে। ছোট জাহাজগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান নিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, সকাল থেকে জাহাজে পণ্য ওঠা-নামা বন্ধ রয়েছে। তবে আগে খালাস হওয়া মালামাল ডেলিভারি দেওয়া হচ্ছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর কর্তৃপক্ষ। তবে এখনও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, ৭ নম্বর বিপদ সংকেতে বিমান চলাচলে কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। সকাল থেকে শিডিউল মেনে বিমান চলাচল করছে। পরবর্তীতে অবস্থা আলোকে ফ্লাইট অপারেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

/বিএল/

আরও পড়ুন:

‘মোরা’ মোকাবিলায় সরকার প্রস্তুত