ফখরুলের গাড়িবহরে হামলা: পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ

আহত মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২১ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলা দায়েরের পর বিকালে আদালত এ আদেশ দেন।
মামলার বাদী অ্যাডভোকেট এনামুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিকালে আদালত তার দায়ের করা মামলায় পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষে আদালতে রিপোর্ট দাখিল করতে পিবিআইকে নির্দেশ দেওয়া হয় বলেও তিনি জানান।
রাঙামাটিতে পাহাড় ধসে নিহত-আহতদের পরিবারকে ত্রাণ সহায়তা দিতে গত ১৯ জুন ওই এলাকায় যাওয়ার পথে হামলার শিকার হন বিএনপির মহাসচিব। ঘটনার তিন দিন পর বুধবার বেলা ১১টার দিকে ওই ঘটনায় আদালতে মামলা দায়ের করেন অ্যাডভোকেট এনামুল হক।
মামলায় ২৬ জনের নাম উল্লেখ এবং আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। নাম উল্লেখ করে মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের অনেকে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়।

/জেএইচ/