সীতাকুণ্ডে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুরা/ ফাইল ছবিসীতাকুণ্ডের ত্রিপুরা পাড়া এলাকায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিপা ত্রিপুরা (৩) নামে ওই শিশুটির মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে হামে এই পর্যন্ত ওই পাড়ার ১০ শিশু মারা গেছে। এর আগে ১২ জুলাই একই রোগে আক্রান্ত হয়ে ৪ শিশু মারা গেলে বিষয়টি সবার নজরে আসে। ওই দিন সিভিল সার্জন ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করান। এখনও ওই পাড়ার ২৩ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘নিপা হামের পাশাপাশি অপুষ্টি, নিউমোনিয়াসহ আরও একাধিক রোগে আক্রান্ত ছিল। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’ হাসপাতালে চিকিৎসাধীন অপর শিশুগুলো সুস্থ রয়েছেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ‘গত ১২ জুলাই হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মারা যাওয়া ঘটনায় আমরা ত্রিপুরা পাড়ায় গিয়ে আক্রান্ত অন্য শিশুগুলো হাসপাতালে ভর্তি করাই। এ পর্যন্ত ১১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৮৭ জন শিশু সুস্থ হয়ে ফিরে গেছেন। আরও ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এর আগে জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গে আক্রান্ত হয়ে তিনদিনের ব্যবধানে ত্রিপুরা পাড়ার ৯ শিশু মারা যায়। নিহত শিশুদের প্রত্যেকের বয়স ছিল শূন্য থেকে ১০ বছরের মধ্যে। প্রথমে এই রোগটিকে অজ্ঞাত হিসেবে ঘোষণা করে সিভিল সার্জন। পরে আক্রান্ত শিশুদের রক্ত ও ইউরিনের নমুনা পরীক্ষা করে জানতে পারে শিশুরা হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি অপুষ্টিতে ভোগার কারণে রোগটি মহামারি হিসেবে ছড়িয়ে পড়ে।
/এআর/