বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ ১ সন্ত্রাসী আটক

চাঁপাইনবাবগঞ্জে মোবারকপুর ইউপি চেয়ারম্যান জেল হাজতেবান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় এক সেনা সদস্য আহত হয়েছেন। (১৭আগস্ট) বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর ৬৯ পদাতিক বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিটুআই) মেজর মোহাম্মদ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

সেনাবাহিনী জানায়, বান্দবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের কোলক্ষ্যং ছড়া এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্রসহ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তাংঙ্গুমা পাড়ার রাঙ্গা চাকমার ছেলে পায়তুং চাকমা (২১) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদসহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র শাখার সদস্য বলে জানায়।

সেনাবাহিনীর ৬৯ পদাতিক বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিটুআই) মেজর মোহাম্মদ মেহেদী বলেন, ‘গ্রুক্ষ্যং পাড়া থেকে চাঁদাবাজ পায়তুং চাকমাকে  আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে আটক করতে গিয়ে একজন সেনা সদস্যও আহত হয়েছেন। আটক পায়তুং চাকমা অস্ত্রের ভয় দেখিয়ে সদর উপজেলাসহ আশপাশের এলাকাগুলোয় চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। দীর্ঘদিন ধরে তাকে আটকের চেষ্টা চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।’ চাঁদাবাজ পায়তুং চাকমা আটক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান এ সেনা কর্মকর্তা।

/এমএনএইচ/