সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

চট্টগ্রামচট্টগ্রামের সীতাকুণ্ডের বড়কুমিরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায় একজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  আলা উদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্মাণাধীন ভবনটির মালিকানা টুরিস্ট পুলিশের ডিআইজির বলে জানা গেছে।

নিহতরা হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরপার্বতী এলাকার বাসিন্দা মো. দুলালের ছেলে শিমুল (১৮) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসিন্দা মঙ্গল আলীর ছেলে শহীদ (১৯)।

এএসআই  আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বিদ্যুৎস্পৃষ্ট তিনজনকে হাসপাতালে আনা হলে শহিদ ও শিমুল নামে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত ফাহিম নামে আরেকজন হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।’

নিহতরা লোহার রড ওপরে তোলার সময় বিদ্যুতের তারের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে তিনি জানান।

আরও পড়ুন: 

২০ মণের রাজার দাম পাঁচ লাখ টাকা