মালয়েশিয়ার ত্রাণবাহী উড়োজাহাজ চট্টগ্রামে

 

চট্টগ্রামে পৌঁছেছে মালয়েশিয়ার ত্রাণবাহী উড়োজাহাজবাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণবাহী উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছেছে। শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজটি পৌঁছেছে। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

উইং কমান্ডার রিয়াজুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এয়ারবাস-এ ৪০০-এম নামে একটি ফ্লাইটে করে ত্রাণগুলো এসেছে। ফ্লাইটটি বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দরে অবতরণ করে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘সন্ধ্যা পৌনে ছয়টায় আমি ত্রাণ গ্রহণ করেছি। কক্সবাজার জেলায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হবে।’ উড়োজাহাজটিতে ১৪ ধরনের ১২ টন ত্রাণ সামগ্রী রয়েছে  বলেও তিনি জানান।  

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রমিজ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ত্রাণ সামগ্রীর মধ্যে পানি বিশুদ্ধকরণ বড়ি, মিল্ক পাউডার, খেজুর, চাল, শ্যাম্পু, তোয়ালে, কাপড়-চোপড়সহ খাদ্যপণ্য রয়েছে।’