মেঘনায় নৌকাডুবে নিখোঁজ চার জেলের লাশ উদ্ধার

নোয়াখালীনোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে একটি মাছ ধরার নৌকাডুবির পর চার জেলের লাশ উদ্ধার করা হয়েছে। জনতারঘাট এলাকার নদী থেকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে চার জেলের মৃতদেহ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার নলেরচর এলাকার আদর্শগ্রামের রাশেদ (৩০), কামরুল (২৮), রকি (২৬) ও স্বপন (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে মেঘনা নদী থেকে মাছ ধরে জনতারঘাট এলাকায় এসে নৌকাটি নোঙ্গর করে ছয় জেলে নৌকাতে ঘুমিয়ে পড়েন। ভোরের কোনও এক সময় জোয়ারের কবলে পড়ে ঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটির নিচের অংশ ফেটে যায়। পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় দুই জেলে নিরাপদে তীরে উঠে আসতে পারলেও বাকি চার জেলে নিখোঁজ ছিল।

মঙ্গলবার সকালে জনতারঘাট এলাকার মেঘনা নদীতে তাদের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে ভাসমান লাশ চারটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতদের আত্মীয়-স্বজন এসে লাশ শনাক্ত করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত শতাধিক