তিন হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গী বাজার এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তাদের ওই এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।

গ্রেফতার দুই রোহিঙ্গা হলেন, কুতুপালং ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে মো. ইলিয়াস (২২) ও টেকনাফের লেদা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. হাসান (৩৫)।

উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবা

শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল দুই রোহিঙ্গা ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছে। ওই তথ্যের ভিত্তিতে আমরা তাদের গ্রেফতার করি। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’

তিনি বলেন, ‘ইয়াবাগুলো পোটলা করে তারা পায়ুপথে লুকিয়ে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

 আরও পড়তে পারেন: রাজধানী থেকে গ্রেফতার নব্য জেএমবি’র দুই সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর