রোহিঙ্গা সমস্যা সমাধানে আ. লীগ আন্তরিক নয়: মির্জা ফখরুল

কক্সবাজারে মির্জা ফখরুল (ছবি: প্রতিনিধি)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আওয়ামী লীগ আন্তরিক নয়। রোহিঙ্গা ইস্যু নিয়ে তারাই রাজনীতি করছে, বিএনপি নয়। প্রথম দিন থেকেই বিএনপির নেতাকর্মীরা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়েছে। শত বাধার পরও বিএনপির ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।  বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হলেও আওয়ামী লীগ তা নাকচ করে দিয়েছে। এতে প্রমাণিত হয় রোহিঙ্গা সমস্যা সমাধানে আওয়ামী লীগ আন্তরিক নয়।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারে পৌঁছে সাংবাদিকদের এই কথা বলেন বিএনপি মহাসচিব। রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে কক্সবাজারে অবস্থান করছেন তিনি। এসময় মির্জা ফখরুল আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের মূল লক্ষ্য হবে রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া। কিন্তু আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া মিয়ানমারের গণহত্যাকে এখনও আওয়ামী লীগের পক্ষ থেকে গণহত্যা বলেও আখ্যায়িত করা হয়নি।’

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কয়েকজন কেন্দ্রীয় নেতা রোহিঙ্গাদের জন্য ২২ ট্রাক ত্রাণ নিয়ে কক্সবাজারে আসেন। কিন্তু প্রশাসনের বাধার মুখে তারা ত্রাণ দলের স্থানীয় কার্যালয়ে জমা রেখে চলে যান। তবে দলটির দফতর সম্পাদক ইউসুফ বদরী বাংলা ট্রিবিউনকে জানান, প্রশাসন বাধা দেওয়ার পরের দিন রোহিঙ্গাদের জন্য নিয়ে আসা ত্রাণগুলো বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন- রোহিঙ্গা সংকটের সময় খালেদা বিদেশে কেন: ওবায়দুল কাদের