পচা স্যান্ডউইচ সরবরাহ করায় মিষ্টির দোকানের ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম

আদালতের একটি প্রশিক্ষণ কর্মশালায় পচা স্যান্ডউইচ সরবরাহ করায় চট্টগ্রামের একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন আদালতের যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে জাহানারা ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম আদালতের একটি প্রশিক্ষণ কর্মশালায় কোতোয়ালি মোড়ের ‘মিষ্টি মেলা’ নামে প্রতিষ্ঠানটি পঁচা স্যান্ডউইচ সরবরাহ করে। এ ঘটনায় ওই আদালত থেকে আমাদের কাছে অভিযোগ করা পাশাপাশি পুলিশের মাধ্যমে অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। আদালতে অভিযুক্তরা বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আদালত সূত্র জানায়, সোমবার মূখ্য মহানগর হাকিম আদালতে নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণে সরবরাহ করার জন্য মিষ্টি মেলা থেকে স্যান্ডউইচ কেনা হয়। পরে খাবার সময় দেখা যায় ওই স্যান্ডউইচগুলোর সবগুলোই পচা। এ ঘটনায় আদালত ওই প্রতিষ্ঠানের ম্যানেজার শওকত আকবর (৪২) ও নাসির উদ্দিন (২৮), চার কর্মচারি মো. হাছান (১৭) এনামুল হক (২৬), এনায়েত উল্লাহ (৩২), ও জিল্লুর রহমানকে (২৫) পুলিশের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন আদালতে হাজির করেন। আদালত শুনানি শেষে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে ওই টাকা পরিশোধ করে তারা আদালত থেকে ছাড়া পান।

 আরও পড়তে পারেন: কুমিল্লায় ১০ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ