চট্টগ্রামে মাদক মামলায় চার জনের সাজা

কারাগার

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় চার মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, মো. আলী হোসেন, হেলাল উদ্দিন, ওমর ফারুক ও মো. নাসিম। তাদের মধ্যে আলী হোসেনকে ছয় বছর এবং অন্যদের পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে সবাইকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত (২০২৬) বছরের ৪ ফেব্রুয়ারি ২ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পতেঙ্গা থানা পুলিশ মামলাটি দায়ের করে। তবে আসামিদের মধ্যে আলী হোসেন ও নাসিম বর্তমানে পলাতক রয়েছে।’

আদালত সূত্র জানায়, গত বছরের ৪ ফেব্রুয়ারি নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকা থেকে চার জনকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় পুলিশ তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পতেঙ্গা থানার এসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। গত বছরের ৬ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১৯ জুন অভিযোগ গঠনের পর চার্জ গঠন করে আদালত। ছয় জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার আদালত এ রায় দেন।

আরও পড়তে পারেন: আইন সংশোধন করার এখতিয়ার আমার নেই: চসিক মেয়র