সোনাগাজীতে ঝড়ে পাঁচ শতাধিক বাড়ি বিধ্বস্ত

ঝড়ে পাঁচশ’ বাড়ি বিধ্বস্ত

ঝড়ে ফেনীর সোনাগাজীর উপকূলীয় চরচান্দিয়া ও সদর ইউনিয়নে পাঁচ শতাধিক বাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। এসময় পানি উন্নয়ন বোর্ডের আউটার বেড়িবাঁধের দুইটি স্থান ভেঙে লোনা পানি ঢুকে ফসলি জমি ডুবে ও পুকুরের মাছ ভেসে গেছে। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বেড়িবাঁধ বেঙে গ্রাম প্লাবিত

নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, রবিবার ভোর থেকে শুরু হওয়া দমকা হাওয়া ও ঝড়ে উপজেলার সোনাগাজী সদর ইউনিয়ন, চর চান্দিয়া ইউনিয়ন ও আমিরাবাদের একাংশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার প্রায় ৫ শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে সাড়ে ৩৫০টি ও আংশিক ক্ষতি হয়েছে ২৫০ টি।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫শ’ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে ।

বেড়িবাঁধ ভেঙে মাছের ঘের ভেসে গেছে

আরও পড়ুন: চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা