খাগড়াছড়ির পানছড়িতে অবরোধ শেষ

খাগড়াছড়িপাহাড়িদের সংগঠন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের চার নেতাকে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সংগঠনটির ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শেষ হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে দূরপাল্লার কোনও গণপরিবহন চলাচল করেনি। তবে কোনও অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২০ অক্টোবর রাতে পানছড়ি উপজেলায় গণতান্ত্রিক যুব ফোরামের চার নেতাকে অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনগণ। এ ঘটনার জন্য সংগঠনটি প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার সংস্কারপন্থীদের দায়ী করছে। প্রতিবাদে তারা সোমবার অবরোধের ডাক দেয়।

সোমবার সারাদিনই কিছু কিছু এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার কোনও যানবাহন চলাচল করেনি।

পুলিশ সুপার আলী আহমদ খান বাংলা ট্রিবিউনকে জানান, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ সব মোড়ে পুলিশ মোতায়েন করা ছিল।

আরও পড়ুন- খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার