ফেনীতে সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী কমেছে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফাইল ছবি

ফেনীতে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী কমেছে। গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ২০৭ জন শিক্ষার্থী কম। নতুন নতুন কওমি মাদ্রাসা স্থাপন এবং এসব মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তিকে প্রাথমিকে শিক্ষার্থী কমার কারণ হিসেবে মনে করছেন শিক্ষা কমকর্তা ও শিক্ষকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালে জেলার  ৬১ কেন্দ্রে ৩৫ হাজার ৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এবার তা কমে ৩৩ হাজার ৮৪৯ জনে দাঁড়িয়েছে ।এর ১৫ হাজার ৮২১ জন ছাত্র ও ১৮ হাজার  ২৮ জন ছাত্রী রয়েছে। এদের মধ্যে ফেনী সদর উপজেলার ২২টি কেন্দ্রে ৩০৯টি বিদ্যালয়ে ৯ হাজার ৪৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিছ আরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসেবে নানা তথ্য দিয়েছেন। তবে, প্রধান কারণ হিসেবে যেটা পেয়েছি তা হলো জেলার বিভিন্ন গ্রামে নতুন নতুন কওমি মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসা স্থাপন বেড়ে গেছে। আর ওইসব মাদ্রাসায় বেশি শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। তাই স্কুলে শিক্ষার্থী কম।’

তিনি আরও বলেন, গত কয়েক বছর জেলায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার গত বছরের তুলনায় ১ হাজার ৯৯২ মেয়ে শিক্ষার্থী বেশি। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ২ হাজার ২৮২ জন।