শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হকআইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে আসুক আর, না আসুক সংবিধান পরিবর্তন করা হবে না। বর্তমান  স্বাধীন  নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা জয়ী হবো।’

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের মাদ্রাসা মাঠে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া মুখে ন্যায়বিচারের কথা বললেও তিনি সব সময় নিজের স্বার্থ দেখেছেন। তিনি ক্ষমতায় থাকলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু করেননি। নিজের স্বামী জিয়াউর রহমান হত্যা মামলার বিচার পর্যন্ত করেননি। তিনি আবার ন্যায়বিচারের কথা বলেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে দেশের ৬১টি আদালতে বোমা হামলা হয়েছে। দু’জন জজকে হত্যা করা হয়েছে। উনি রাজাকার আল-বদরকে মন্ত্রী বানিয়েছেন। সে সময় বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল। ’

মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবন,কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমনসহ দলীয় নেতাকর্মীরা।