১৫ লাখ টাকার সিগারেট জব্দ

জব্দ করা সিগারেট দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২৫৮ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে সিগারেটের কার্টনগুলো জব্দ করা হয়। জব্দ সিগারেটের করসহ আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক তারেক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা দুবাই প্রবাসী মোহাম্মদ শহীদুল আলমের কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। সিগারেট জব্দের পর মুচলেকা নিয়ে শহীদুলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা অধিদফতরের ওই কর্মকর্তা।

তারেক মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমদানি নিষিদ্ধ সিগারেট আনার বিষয়ে আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা আগে থেকেই ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি জোরদার করে। এ সময় ২ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আমরা শহীদুলকে আটক করি। পরে কাস্টমস হলে নিয়ে তার সঙ্গে থাকা দুটি লাগেজে তল্লাশি করলে ২৫৮ কার্টন সিগারেট পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘জব্দ সিগারেটের মধ্যে ১৬৮ কার্টন কোরিয়ার তৈরি ইজি লাইটস এবং বাকি ৯০ কার্টুন ৫৫৫ ব্র্যান্ডের। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সিগারেটের ওপর আরোপিত উচ্চ শুল্ক পরিহারের উদ্দেশ্যেই সিগারেটগুলো আনা হয়।’