যা পাচ্ছে হতাহতদের পরিবার





কুলখানিতে পদদলিত হওয়ার পর পড়ে থাকা জুতাচট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য ফজলে করিম, জেলা প্রশাসন ও মহিউদ্দিন চৌধুরীর পরিবার।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনায় নিহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী এ ঘোষণা দেন।
অন্যদিকে সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ফজলে করিম নিহতদেরর প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঘটনার পর দুপুর আড়াইটার দিকে তাদেরকে চমেক হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান নওফেল।

নওফেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরাও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেবো। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করবো।’

আরও পড়তে পারেন: 

সহিংসতা নয়, হুড়োহুড়িতেই দুর্ঘটনা: সিএমপি কমিশনার

চট্টগ্রামে পদদলিত হয়ে নিহত হলেন যারা

মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু

কমিউনিটি সেন্টারের ঢালু পথে একযোগে ঢুকতে গিয়ে দুর্ঘটনা?