চট্টগ্রামে অনুমতি ছাড়া ভাস্কর্য নির্মাণ, ভেঙে দিলো প্রশাসন

চট্টগ্রামচট্টগ্রামের পৌর জহুর হকার্স মার্কেটের প্রবেশ মুখে অনুমতি ছাড়া ভাস্কর্য নির্মাণ করায় তা ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার প্রথম শ্রমমন্ত্রী জহুর আহমেদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নির্মাণাধীন ভাস্কর্য তিনটি ভেঙে দেওয়া হয়।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ উচ্ছেদ অভিযান চালান। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই  শামসুল ইসলাম।

তবে সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস দাবি করেন, ‘সিটি করপোরেশনের অনুমতি ছাড়া ফুটপাতে দেয়াল তৈরি করায় হকার্স মার্কেটের সামনে নালার ওপর নির্মিত একটি দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। সেখানে বঙ্গবন্ধু, জহুর আহমেদ চৌধুরী এবং মহিউদ্দিন চৌধুরীর কোনও মুর‌্যাল ছিল না। ওনাদের মুর‌্যালের সামান্যতম চিহ্নও দেয়ালে ছিল না।’

তিনি আরও বলেন, ‘ওনাদের (ব্যবসায়ীদের) বঙ্গবন্ধুর মুর‌্যাল বানানোর ইচ্ছা থাকলে সেটা আমরা জানতাম না।’