কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার

 

কুমিল্লাকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে- শাসনগাছা এলাকার আশিক (৩০), আরিফ (২৭), ইলিয়াছ (৩৫), মুরাদনগরের সালাহ উদ্দিন টিপু (২২) ও ফেনীর ছাগলনাইয়ার আলী নূর ওরফে সুজন (২৫)।

এসআই শাহ কামাল আকন্দ জানান, একদল সশস্ত্র ডাকাত কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ৩টি চাকুসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার কোতোয়ালী মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা হয়েছে।

তিনি আরও জানান,  গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।  তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।