খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ

খাগড়াছড়িখাগড়াছড়িতে শান্তিময় চাকমা ওরফে বিপ্লব (৩২) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে খাগড়াছড়ি - দীঘিনালা সড়কের চার মাইল নামক স্থানে এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে ৬/৭ জনের একদল সন্ত্রাসী বিপ্লবের ওপর গুলি চালায়। এসময় বিপ্লবের পায়ে ও পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় বিপ্লবকে স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন।

খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক সচিব চাকমা সংবাদ মাধ্যমে এই ঘটনার জন্য ইউপিডিএফের আরেকটি অংশকে দায়ী করেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আজ সকাল পৌনে ১১টার দিকে নব্য মুখোশ বাহিনীর রাপ্রু মারমা ও মিলন ত্রিপুরার নেতৃত্বে ৬ জনের একদল সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে করে চার মাইলে গিয়ে বিপ্লবকে গুলি করে।’

তিনি আরও বলেন, সেনাবাহিনী ও জেএসএস (এমএন লারমা) গ্রুপের একাংশের চার কুচক্রির প্রত্যক্ষ মদদে সন্ত্রাসীরা খুন-খারাবি চালিয়ে যাচ্ছে। গত ৩ জানুয়ারি ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার না করার কারণে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।’

বিবৃতিতে তিনি অবিলম্বে নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।