লক্ষ্মীপুরে দুই ডাকাতদলের ‘গোলাগুলি’, নিহত ১

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরে দুই ডাকাতদলের মধ্যে ‘গোলাগুলি’তে জাবেদ মিন্টু নামে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগুড়িয়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ০৮ রাউন্ড গুলি, একটি চাপাতি ও দুইটি রামদাসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
জাবেদ অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসীসহ একাধিক মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। সে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের হোসেন আহম্মেদের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ভোর রাতে সদর উপজেলার খাগুড়িয়া বেড়িবাঁধ এলাকায় দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। পরে বিভিন্ন স্থানে তল্লাশির সময় ওই এলাকার একটি সুপারি বাগানে গুলিবিদ্ধ অবস্থায় জাবেদ মিন্টুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি ও ০৮ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহত মিন্টু একজন চিহিৃত ডাকাত। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে থানায় ১০টি মামলা রয়েছে। ডাকাতির মাল ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দুই ডাকাতদলের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।