নতুন করে আরও ২৫৩ রোহিঙ্গার অনুপ্রবেশ

বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা (ফাইল ফটো) বাংলাদেশ-মিয়ানমারের উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য তালিকা হস্তান্তরের পরও আরও ২৫৩ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এসব রোহিঙ্গারা নাফ নদীর জলসীমানা হয়ে টেকনাফে এসেছে।
সেনাবাহিনীর টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন করে এসেছে ৭২টি পরিবারের ২৫৩ জন রোহিঙ্গা। উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট নৌকায় করে অনুপ্রবেশের পর রোহিঙ্গাদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নেওয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়িতে করে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।