কুমিল্লায় সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

 

কুমিল্লাকুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে মোবারক হোসেন নামে (৬০) এক অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোবারক ধনুয়াখলা গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর মোবারক হোসেন ট্রাভেলস ব্যবসার মাধ্যমে বিদেশে লোক পাঠাতো। পরে বিভিন্ন কারণে স্থানীয় কিছু লোকের সঙ্গে তার বিরোধ শুরু হয়। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা তাকে ঘুম থেকে ডেকে তোলে। এ সময় দরজা খুলে বারান্দায় আসার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা মোবারককে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্ত করতে নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।