চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকা থেকে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতার তিনজন হলো- মো. সেলিম (৪০), মনসুর আলী (৩৯) ও হেদায়েত উল্লাহ সুজন (৩৪)।

ইলিয়াস খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোরে টাইগার পাস মামা ভাগিনা মাজার এলাকায় তিনটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের গোয়েন্দা পুলিশের টহল টিমের সন্দেহ হয়। আমরা এগিয়ে গেলে দু’টি সিএনজি অটোরিকশা পালিয়ে যায়, আরেকটি অটোরিকশাকে ধাওয়া দিয়ে আমরা তিনজনকে গ্রেফতার  করি। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও পেছন থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়। তারা গত ২১ ফেব্রুয়ারি ব্রিটিশ নাগরিকের ছিনতাইয়ের ঘটনায় জড়িত। এছাড়াও তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে সেলিম গত বছরের ১৮ জুলাই নগরীর চৌমুহনী এলাকায়  চীনা দম্পতির ব্যাগ ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ওই ঘটনায় গ্রেফতারের পর দেড় মাস আগে সে জামিনে ছাড়া পেয়েছে।’