চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

 

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‌্যালি‘জাটকা ধরে করবো না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৮। জাটকা রক্ষায় এ কর্মসূচি চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।

এ উপলক্ষে রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা জাটকা রক্ষা টাস্কফোর্সের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে শুরু করে র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার।

বক্তারা বলেন, মার্চ-এপ্রিল দু’মাস নিষিদ্ধ সময়ে কোনও অবস্থাতেই নদীতে মাছ ধরা যাবে না। জাটকা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, সদর উপজেলা কর্মকর্তা কানিজ ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার তাহামিদুল ইসলাম, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইশতেয়াক হায়দার, চাঁদপুর কোস্ট গার্ডের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মো. জামাল উদ্দিনসহ জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।